তাহারাত বা পবিত্রতা হল সালাতের চাবি

0
352

হযরত আলী (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: সালাতের চাবি হলো তাহারাত, তাকবীরে তাহরীমা সকল কাজকে হারাম করে আর সালাত তা বৈধ করে। ইমাম তিরমিযী (র:) বলেন, এই বিষয়ে উল্লেখিত হাদিসটি হলো সহীহ উত্তম। ইবনে আবূ ঈসা বলেন, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীকে বলতে শুনেছি যে ইমাম আহমদ ইবনে হালাল, ইসহাক ইবনে ইবরাহীম, আল-হুমাইদী প্রমুখ হাদিস বিশারদগণ আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকীলের রিওয়ায়াত প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন। মুহাম্মদ আল-বুখারী (র:) বলেন- তার হাদিস গ্রহণযোগ্যতার নিকটবর্তী।

তিরমিযি ৩নং

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 10 =