প্রত্যেক সালাতের জন্য উযূ করা

0
292

হযরত আনাস (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন নবী (সা:) পাকা-নাপাক প্রত্যেক প্রতি অবস্থায় সালাতের জন্য উযূ করতেন।

হযরত ইবনে উমর (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন যে, নবী (সা:) বলেছেন: পবিত্র অবস্থায় যে ব্যক্তি উযূ করবে আল্লাহ তার জন্য দশটি নেকি লিখবেন।

হযরত আমর ইবনে আমির আল-আনসারী (র:) থেকে বর্ণিত তিনি বলেন , আমি  আনাস ইবনে মালিক (রা:) কে বলতে শুনেছি: নবী (সা:) প্রত্যেক সালাতের জন্য উযূ করতেন। আমি বললাম আপনারা কি করতেন? তিনি বললেন: আমরা উযূ নষ্ট না হওয়া পর্যন্ত সমপূর্ণ সালাত একই উযূতে আদায় করতাম।

হাদিসটি তিরমিযী শরীফের ৫৮ নং।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 + fifteen =