অর্থাৎ অপবিত্রতা থেকে পাক হওয়ার গোসল

0
409

হযরত মায়মূনা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (সা:) এর জন্য গোসলের পানি রাখলাম। তিনি জানাবাতের গোসল করলেন।প্রথমে বাম হাতে পানি রাখা পাত্রটি কাত করে ডান হাতের উপর পানি ঢাললেন এবং উভয় হাত কবজী পর্যন্ত ধৌত করলেন। পরে পাত্রে হাত ঢুকিয়ে পানি নিয়ে লজ্জাস্থানে পানি ঢাললেন এবং দেয়ালে কিংবা মাটিতে হাত দুটি ঘষে ধুইলেন। অত:পর কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখমন্ডল ও দুই বাজু ধৌত করলেন। পরে মাথায় তিনবার পানি ঢাললেন, তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিলেন। অত:পর কিছুটা সরে গিয়ে দুই পা ধুইলেন।

ইমাম তিরমিযী (র:) বলেন: হাদিসটি হাসান ও সহীহ।

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস জেনে আমল করার চেষ্টা করবো। অপরকে হাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven − 3 =