উটের গোশত আহারের পর উযূ করা

0
323

হযরত বারা ইবনে আযিব (রা) থেকে বর্ণিত তিনি বলেন: উটের গোশত আহারের কারণে উযূ করা সম্পর্কে রাসূলুল্লাহ (সা:) এর নিকট জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: তোমরা উযূ করে নিও। মেষের গোশত আহারের পর উযূ সম্পকে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বললেন: এতে উযূ করতে হবে না।

উক্ত বিষয়ে জাবির ইবনে সামুরা, উসায়েদ ইবনে হোরায়রা(রা:) থেকে বর্ণিত হয়েছে।

ইসহাক (র:) বলেন: এই বিষয়ে দুইটি রিওয়ায়াতই অধিকতর সহীহ; একটি হলো বারা’ইবে আযিব-এর এবং অপরটি হলো জাবির ইবনে সামুরা (রা:) এর অভিমত। তাবিঈ ও অপরাপর কিছু সংখ্যক উলামায়ে কেরাম থেকে বর্ণিত আছে যে, তাঁরা উটের গোশত আহারের কারণে উযূ করতে হবে বলে মনে করেন না। এ অভিমত ইমাম আবূ হানীফা, সুফইয়ান ছাওরী ও কূফাবাসী আলেমগণ  পোষণ  করেন।

(আমরা বেশি  বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

হাদিস মেনে জীবন গঠন করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − 6 =