প্রশ্রাব সম্পর্কে কঠোরতা

0
287

হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন: এই দুটি কবরে আযাব হচ্ছে। তবে তা বিরাট কোন কিছুর জন্য নয়। এই কবরের জন ব্যক্তি তো প্রশ্রাব থেকে নিজকে বাঁচাত না আর ঐ জন চোখলখুরী করে বেড়াত।

উক্ত বিষয়ে হযরত যায়েদ ইবনে ছাবিত, আবূ বাকরা, আবূ হোরায়রা, আবূ মূসা ও আবদুর রহমান ইবনে হাসানা (রা:) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম তিরমিযী (র:) বলেন, এই হাদিসটি হাসান ও সহীহ।

আমরা প্রশ্রাব থেকে পবিত্র থাকব। বেশি বেশি হাদিস অনুযায়ী আমল করবো। হাদিস অনুযায়ী জীবন গঠন করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten − 4 =