সমুদ্রের পানি পবিত্র

0
303

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: জৈনিক ব্যক্তি একবার রাসূলুল্লাহ (সা:) কে প্রশ্ন করলেন: হে আল্লাহর রাসূল, অনেক সময় আমাদের সমুদ্র সফর করতে হয়। তখন সামান্য পানি আমরা আমাদের সাথে নিয়ে যাই। যদি সে পানি দিয়ে উযূ করি তবে আমাদের পিপাসার্ত থাকতে হয়। সুতরাং আমরা কি সমুদ্রের পানি দিয়ে উযূ করতে পারি?

জবাবে রাসূলুল্লাহ (সা:) বললেন: সমুদ্রের পানি পাক এবং এর মুর্দা অথার্ৎ সামুদ্রিক মাছ হালাল।

ইমাম তিরমিযী (র:) বলেন: এই হাদিসটি হাসান ও সহীহ।

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 1 =