আগুনে রান্না করা খাদ্য আহারে উযূ করা

0
280

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: আগুনে রান্না করা খাদ্য আহার করলে উযূ করতে হবে। যদিও তা পনিরের টুকরা হয়। জবাবে আবূ হোরায়রা (রা:) বললেন: হে ভ্রাতুষ্পুত্র, রাসূলুল্লাহ (স:) থেকে বর্ণিত কোন হাদিস শুনলে এর উদাহরণ টানতে যেও না।ইমাম তিরমিযী (র:) বলেন: ফিকহবিদদের কেউ কেউ আগুনে রান্না করা খাদ্য আহার করলে উযূ করতে হবে বলে অভিমত দিয়েছেন। তবে সাহাবী, তাবীঈ এবং তৎপরবর্তী অধিকাংশ ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে উযূ করা আবশ্যকীয় নয় বলে অভিমত ব্যক্ত করেছেন।

আমরা বেশি বেশি হাদিস পড়বো ও শুনবো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve − four =