হালাল পশুর প্রশ্রাব

0
351

হযরত আনাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: একবার উরায়না গোত্রের কিছু লোক মদীনা আসলে মদীনার আবহাওয়া তাদের উপযোগী না হওয়ায় রাসূলুল্লাহ (সা:) তাদেরকে উট চারণের ক্ষেত্রে পাঠিয়ে দিলেন। আর বলে দিলেন: তোমরা উটের দুধ আর প্রশ্রাব পান করবে। অবশেষে এরা ইসলাম ত্যাগ করে  রাসূলুল্লাহ (সা:) কর্তৃক নিযুক্ত রাখালকে হত্যা করে উটগুলো নিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে ধরে নবী (সা:) এর কাছে হাযির করা হলে বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হলো। চোখ শলাকা দিয়ে বিদ্ধ করে মদীনার পাথুরে ময়দানে হাররায় নিক্ষেপ করা হলো।

হযরত আনাস (রা:) বলেন এদের মধ্যে একজনকে আমি তখন মাটি কামড়াতে মৃত্যুবরণ করতে দেখেছি।

আমরা বেশি বেশি হাদিস পড়বো ও শুনবো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 − two =