কাপড়ে মযী লাগা অবস্থায় করণীয়

0
367

হযরত হাম্মাদ ইবনে হারিছ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন একবার হযরত আয়েশা (রা:) এর কাছে একজন মেহমান এল তিনি তাঁকে একটি হলুদ রঙ্গের চাদরে বিশ্রাম করতে দিলেন। মেহমান তা গায়ে জড়ায়ে ঘুমিয়ে পড়লেন। তার স্বপ্ন দোষ হলো। বীর্যের দাগসহ চাদরটি আয়েশা (রা:) এর কাছে  পাঠাতে তার খুব লজ্জাবোধ হলো। এমতাবস্থায় এটি পানিতে ধুয়ে তিনি ফেরত পাঠালেন। আয়েশা (রা:) তা দেখে বললেন চাদরটি ভিজিয়ে তা নষ্ট করলে কেন? আঙ্গুল দিয়ে ঘষে ফেললেই তা যথেষ্ট হতো। অনেক দিনই তো রাসূলুল্লাহ (সা:) এর কাপড় থেকে আমি তা আঙ্গুল দিয়ে ঘষে পরিস্কার করে দিয়েছি।

ইমাম তিরমিযী (র:) এর মতে উক্ত হাদিসটি হাসান ও সহীহ।

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিস অনুযায়ী আমলের দাওয়াত দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − eleven =