বীযর্স্খলনের সাথেই গোসল ফরয হওয়ার সম্পর্ক

0
323

হযরত উবাই ইবনে কা‘ব (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: বীর্যরূপ পানি বের হলেই গোসলের নির্দেশ ছিল (ইহা) ইসলামের প্রাথমিক যুগে প্রদত্ত একটি অবকাশ। পরবর্তীতে সে হুকুম রহিত হয়ে যায়। হযরত যুহরী (রা:) একই সনদে এই হাদিসটি উক্তরূপ বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (র:) বলেন: এই হাদিস হাসান ও সহীহ। ইসলামের প্রাথমিক যুগে বীর্যস্খলন হলেই গোসলের বিধান ছিল। পরে তা রহিত হয়ে যায়। হযরত উবাই ইবনে কা‘ব ও রাফি ইবনে খাদিজা (রা:) সহ একাধিক সাহাবী এই ধরণের রিওয়ায়াত করেছেন।

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিস অনুযায়ী আমলের দাওয়াত দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − 10 =