Site icon Aparadh Bichitra

অপবিত্র অবস্থায় গোসল না করে ঘুমানো

হযরত আশেয়া (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) অপবিত্র অর্থাৎ গোসল ফরয অবস্থায় কোন কোন সময় পানি স্পর্শ না করের ঘুমিয়ে পড়তেন।

হযরত হান্নাদ (রা:) আবূ ইছহাকের সূত্রেও অনূরূপভাবে হাদিসটি বর্ণনা করেছেন।

ইমাম তিরমিযী (র:) বলেন: আবূ সাঈদ ইবনুল-মুসাইয়াব (রা:) প্রমুখের অভিমতও এটাই।

এছাড়া একাধিক রাবী আসওয়াদের সূত্রে আয়েশা (রা:) থেকে বর্ণনা করেন যে, নবী (সা:) ঘুমাবার আগে উযূ করে নিতেন। এই হাদিস আবূ ইসহাকের সূত্রে বর্ণিত আসওয়াদের প্রথমোক্ত সনদে বর্ণিত রিওয়ায়াত থেকে অধিক সহীহ।

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

 অপরকে হাদিসের দাওয়াত দিবো।)