অপবিত্র ব্যক্তির সাথে মুসাফাহা করা

0
258

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: একবার নবী (সা:) এর সাথে তার সাক্ষাৎ হয়। তখন হযরত আবূ হোরায়রা (রা:) ছিলেন (জুনুব) অবস্থায়। তিনি বলেন: নবী (সা:) কে দেখে আমি চুপি চুপি সরে পড়লাম এবং গোসল করে পরে তাঁর কাছে আসলাম। তিনি বললেন: তুমি কোথায় গিয়েছিলে? জবাবে বললাম: আমি অপবিত্র ছিলাম। নবী (সা:) বললেন: মুমিন ব্যক্তি কখনও (এমন) অপবিত্র হয় না( যে তাকে কেউ স্পর্শ করতে পারবে না)। ইমাম তিরমিযী (র:) বলেন: আবূ হোরায়রা (রা:) এর এই হাদিসটি হাসান ও সহীহ। উলামাদের অনেকেই অপবিত্র ব্যক্তির সাথে মুসাফাহা করার ব্যাপারে অনুমতি দিয়েছেন।

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + 13 =