Site icon Aparadh Bichitra

হায়েয বিশিষ্ট মহিলার সালাত কাযা করতে হবে না

হযরত মুআযাহ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: একবার জনৈকা মহিলা আয়েশা (রা:) কে জিজ্ঞাসা করল, হায়েযের সময় সালাত আমাদেরকে কাযা করতে হবে কি?

জবাবে আয়েশা (রা:) বললেন: তুমি কি হারুরী (খারিজী মতাবলম্বী) না কি? আমাদেরকে তো তা কাযা করতে কোন নির্দেষ দেয়া হয় নি।

ইমাম তিরমিযী (র:) এর মতে এই হাদিসটি হাসান ও সহীহ।

আয়েশা (রা:) থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে যে, হায়েয বিশিষ্ট মহিলারা সিয়াম কাযা করবে, তাদের সালাত কাযা করতে হবে না।

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

অপরকে হাদিসের দাওয়াত দিবো।)