উযূ করার সময় বিসমিল্লাহ বলা

0
230

হযরত রাবাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবী সুফইয়ান ইবনে হুওয়াইতিব (রা:) থেকে বর্ণিত। তিনি তাঁর পিতামহী থেকে বর্ণনা করেন যে, আমার পিতা রাসূলুল্লাহ (সা:) কে বলতে শুনেছেন: যে ব্যক্তি আল্লাহ্ও নাম নিবে না, তার উযূ হবে না। (অর্থাৎ উযূ হয়ে যাবে কিন্তু তার পূর্ণ সওয়াব পাওয়া যাবে না।)

(তিরমিয়ী শরীফ- হাদীস নং-২৫)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।)

নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − 10 =