প্রশ্রাব পায়খানার সময় কোন কিছুর আড়ালে যাওয়া

0
288

হযরত আনাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন,প্রশ্রাব – পায়খানার সময় ভূমির নিকটবর্তী না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ (সা:) স্বীয় কাপড় উঠাতেন না। ইমাম তিরমিয়ী (র:) বলেন: মুহম্মদ ইবনে রাবী‘আও আ‘মাশ এর সূত্রে আনাস (রা:) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হযরত ইবসে উমর (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে,প্রশ্রাব – পায়খানার সময় ভূমির নিকটবর্তী না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ (সা:) কাপড় উঠাতেন না।

(তিরমিয়ী শরীফ- হাদীস নং-১৪)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।

নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × five =