পরিপূর্ণভাবে উযূ করা

0
326

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সা:) একদিন সাহাবীদের বললেন: আমি কি তোমাদের এমন এক বিষয়ের কথা বলব, যার ফলে আল্লাহ তা‘আলা গুনাহ্ বিদূরিত করে দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবীগণ বললেন: হে আল্লাহর রাসূল! অবশ্যই বলুন,

রাসূলুল্লাহ (সা:) বললেন: তা হচ্ছে, কষ্টকর অবস্থায়ও পূর্ণভাবে উযূ করা, বেশি বেশি মসজিদে যাওয়া, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এ হলো জিহাদের প্রস্তুতি নিয়ে সীমান্তে প্রতীক্ষার মত।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৫১)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

অপরকে হাদিসের দাওয়াত দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five + 18 =