কারো একাধিক সালাত কাযা হয়ে গেলে কোন সালাত থেকে তা আরম্ভ করবে?

0
245

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, মুশরিকরা খন্দক যুদ্ধের সময় রাসূলুল্লাহ (সা:) কে চার ওয়াক্ত সালাত শংকা আদায়ে সৃষ্টি করে। এমনকি রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে গেল কিন্তু তিনি সালাত আদায় করতে পারলেন না। পরে বিলাল (রা:) কে আযান দিতে বললেন। বিলাল (রা:) আযান দিয়ে ইকামত দিলেন। রাসূলুল্লাহ (সা:) যুহরের সালাত আদায় করলেন, পরে আবার তিনি ইকামত দিলেন রাসূলুল্লাহ (সা:) আসরের সালাত আদায় করলেন, পরে তিনি আবার ইকামত দিলেন রাসূলুল্লাহ (সা:) মাগরিবের সালাত আদায় করলেন এরপর তিনি পুনরায় ইকামত দিলেন রাসূলুল্লাহ (সা:) ইশার সালাত আদায় করলেন।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৭৯)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − two =