আসরের পর সালাত আদায় করা

0
212

হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) আসরের পর একদিন দুই রাকাআত সালাত আদায় করেছিলেন। কারণ, তাঁর নিকট (বায়তুল মালের) কিছু সম্পদ এসেছিল, ঐগুলির বিলি-বন্টনের ব্যস্ততার ফলে তিনি সেই দিনের যুহরের পরবর্তী দুই রাকাআত আদায় করতে পারেননি। সুতরাং আসরের পর তিনি তা আদায় করেছিলেন। পরে আর কখনো তিনি পুনরাবৃত্তি করেননি। ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত ইবনে আব্বাস (রা:) বর্ণিত হাদিসটি হাসান। একাধিক বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ (সা:) আসরের পর দু’রাকাআত সালাত আদায় করেছেন। এই বক্তব্যটি আসরের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করা সম্পর্কিত রাসূলুল্লাহ (সা:) এর বক্তব্যের বিপরীত।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৮৪)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × two =