ইমাম সালাত আদায়ে বিলম্ব করলে নিজে তা আদায় করে নেয়া

0
178

হযরত আবূ যর (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) আমাকে বলেছিলেন: হে আবূ যর! আমার পরে এমন কিছু আমীর হবে যারা সালাতকে মুর্দা বানিয়ে ফেলবে। (অর্থাৎ উত্তম ওয়াক্তে তা আদায় করবে না।) এমতাবস্থায় তুমি যথা সময়ে সালাত আদায় করে নিবে। আর ঐ আমীরের সাথে যে সালাত পড়বে তা তোমার জন্য নফল বলে গণ্য হবে। আর যদি তা না হয় তবে অন্তত তোমার সালাতের হিফাজত তুমি করলে। ইমাম তিরমিযী (র:) বলেন: আবূ যর (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৭৬)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve − one =