Site icon Aparadh Bichitra

ইশার সালাত বিলম্বে আদায় করা

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হত তবে আমি রাত্রির তৃতীয়াংশ বা মধ্যরাত্রিতে ‘ইশার সালাত আদায় করার জন্য নির্দেশ দিতাম। ইমাম তিরিমিযী(র:) বলেন: আবূ হোরায়রা (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। সাহাবায়ে কেরাম ও তাবিঈগণের অধিকাংশ আলেম ও ফকীহ এই অভিমত গ্রহণ করেছেন। ‘ইশার সালাত বিলম্বে আদায় করা জায়েজ বলে তাঁরা সালাতের মত ব্যক্ত করেছেন। ইমাম আহমদ ও ইসহাকের অভিমত ও এটাই।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৬৭)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)