প্রচন্ড গরমের দিনে বিলম্ব করে যুহর আদায় করা

0
150

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: প্রচন্ড গরম পড়লে (কিছুটা) শীতল সময়ে সালাত আদায় করবে। কারণ, জাহান্নামের থেকে গরমের তীব্রতা হয়ে থাকে। হযরত উমর (রা:) এর সূত্রেও এই বিষয়ে একটি হাদিস বর্ণিত রয়েছে কিন্তু সেটা সহীহ নয়। ইমাম তিরমিযী (র:) বলেন: আবূ হোরায়রা (রা:) বর্ণিত এই হাদিসটি হাসান –সহীহ। উলামাদের একদল তীব্র গরমের সময় যুহরের সালাত বিলম্ব করে পড়ার বিধান গ্রহণ করেছেন। হযরত আবূ যর (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) এক সফরে ছিলেন। তাঁর সঙ্গে বিলাল (রা:) ও ছিলেন। যুহরের ওয়াক্তে বিলাল (রা:) ইকামত দিতে চাইলেন। রাসূলুল্লাহ (সা:) তাঁকে বললেন: ঠান্ডা করে পড়। পরে বিলাল (রা:) আবার ইকামত দিতে চাইলেন। রাসূলুল্লাহ (সা:) বললেন: গরমের সময় যুহরের সালাতের বেলায় আরো ঠান্ডা করে পড়।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৫৭-১৫৮)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − nine =