মুকিম অবস্থায় দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করা

0
322

হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, কোনরূপ বিপদ শংকা বা বৃষ্টির ওযর ব্যতীত মদীনায় থাকা অবস্থায় রাসূলুল্লাহ (সা:) যুহর ও আসর এবং মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেছেন। ইবনে আব্বাস (রা:) কে জিজ্ঞাসা করা হলো: রাসূলুল্লাহ (সা:) এর এরূপ করার কারণ কি ছিল? জবাবে তিনি বললেন: উম্মতের যে কোন অসুবিধা না হয় তা-ই তিনি চেয়েছিলেন। ইমাম তিরিমিযী (র:) বলেন: রাবী হানাশ হলেন আবূ আলী আর-রাহবী। তাঁর পূর্ণ নাম হলো হুসাইন ইবনে কায়েস। হাদিস বিশেষজ্ঞগণের দৃষ্টিতে তিনি যঈফ। আহমদ প্রমুখ মুহাদ্দিসগণ তাকে যঈফ বলেছেন।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৮৭)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten − 9 =