রাত্রির আাঁধারের রেশ থাকতেই ফজরের সালাত আদায় করা

0
226

হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) ফজরের সালাত আদায় করতেন, পরে মহিলারা চাদর গায়ে জড়িয়ে ঘরে ফিরে যেত কিন্তু আঁধারের কারণে তাদেরকে চেনা যেত না।

ইমাম তিরমিযী (র:) বলেন: আয়েশা (রা:) থেকে বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ।

হযরত আবূ বকর, হযরত উমর (রা:) এর মত একাধিক ফকীহ সাহাবী ও পরবর্তী যুগের তাবিঈগণ উক্ত হাদিসের মর্মানুসারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৫৩)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six − 5 =