সালাত আদায় করতে ভুলে গেলে

0
208

হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) বলেছেন: কোন ব্যক্তি সালাত আদায় করতে ভুলে গেলে যখনই তা স্মরণ হবে তা আদায় করে নিবে। আবূ বাকরা (রা:) থেকে বর্ণিত আছে যে, তিনি একদিন আসরের সালাতের আগেই ঘুমিয়ে পড়েছিলেন। আর ঠিক সূর্য অস্ত যাওয়ার সময় তিনি জাগরিত হলেন; কিন্তু পূর্ণভাবে সূর্য ডোবা পর্যন্ত তিনি সালাত আদায় করলেন না। কুফাবাসী আলেমগণ এই মতটি গ্রহণ করেছেন। আর আমরা আলী (রা:) এর অভিমত গ্রহণ করেছি।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৭৮)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − fifteen =