আযানের সময় কানে আঙ্গুল প্রবেশ করানো

0
347

হযরত আবূ জুহায়ফা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: আমি বিলাল (রা:) কে দেখেছি তিনি আযান দিচ্ছিলেন এবং (হায়্যা ‘আলা….. বলার সময়) ঘুরছিলেন আর এদিকে এবং ওদিকে তিনি তাঁর মুখ ফিরাচ্ছিলেন। এ সময় তাঁর আঙ্গুল ছিল তাঁর কানে। তখন রাসূলুল্লাহ (সা:) একটি লাল তাঁবুতে অবস্থান করেছিলেন। রাবী ‘আওন বলেন: আমার মনে হয় হযরত আবূ জুহায়ফা (রা:) বলেছেন যে, তাঁবুটি ছিল চামড়ার। পরে হযরত বিলাল (রা:) একটি ছোট ছড়ি নিয়ে বের হলেন এবং এটিকে বাতহায় (অর্থাৎ মক্কার অদূরবর্তী একটি মাঠে) গেড়ে দিলেন। এটি সামনে রেখে রাসূলুল্লাহ (সা:) সালাত আদায় করলেন। কুকুর ও গাদাগুলো তাঁর সামনে দিয়ে চলা-ফেরা করছিল। তাঁর পরনে ছিল তখন লাল রঙ্গের একটি হুল্লা। (অর্থাৎ একই রঙ্গের লুঙ্গি ও চাদর পরিধান করলে এটিকে হুল্লা বলা হয়। আমি যেন এখনও তাঁর রংয়ের ঔজ্জল্য দর্শন করছি। ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত আবূ জুহায়ফা (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৯৭।)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিসের আমলগুলো মেনে চলব।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven + eight =