ফজরের সালাতের পর তাছবীব করা অর্থাৎ আযানের পর পুনরাহবান জানানো

0
335

হযরত বিলাল (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) আমাকে বলেছিলেন: ফজরের সালাত ব্যতীত অন্য কোন সালাতে তাছবীব করা অর্থাৎ আযানের পর পুনরায় আহবান জানানো যাবে না। ইমাম তিরিমিযী (র:) বলেন: আবূ ইসরাঈল-আল-মূলাই ব্যতীত আর কারো সূত্রে বিলাল (রা:) কর্তৃক বর্ণিত এই হাদিসটি বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। কেউ কেউ বলেন: তাছবীব হল ফজরের সালাতে ‘আসসালাতু খয়রুম্মীনান নাউম’ বলা। ইহা ইবনে মুবারক ও আহমাদ (র:) এর অভিমত।

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৯৮।)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিসের আমলগুলো মেনে চলব।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine − one =