মোঃ খোরশেদ আলম : লাকসাম রেলওয়ে সিগ্ন্যাল ডিপার্ট্মেন্টের ঊর্ধ্বতন উপ–সহকারী প্রকৌশলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা: মো: মহসিন মল্লিক (ঊর্ধ্বতন উপ–সহকারী প্রকৌশলী/সংকেত, লাকসাম।) মো: মহসিন মল্লিকের বিদায়ের সাথে যিনি যোগদান করবেন তিনি হলেন সজিব মিয়া (ঊর্ধ্বতন উপ–সহকারী প্রকৌশলী/সংকেত,লাকসাম।) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মোঃ জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময় বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী/চট্টগ্রাম। বিশেষ অতিথি ছিলেন : মোঃ সেলিম উদ্দিন সহকারী সংকেত প্রকৌশলী/চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসাবে আরো ছিলেন মোঃ হাছান আহমেদ পলাশ সহ-সাংগঠনিক সম্পাদক, রেলওয়ে শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : আহমদ আলী উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/সংকেত,

কুমিল্লা। প্রানোবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন: আরিফুল হায়দার চৌধুরী মান্না সম্পাদক, রেলওয়ে শ্রমিকলীগ, লাকসাম শাখা । ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/সংকেত, লাকসাম দপ্তরের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়।