বিশেষ প্রতিনিধি: সিম প্যাক ইন্টারন্যাশনাল কোম্পানী দেশের বিভিন্ন স্থানে গোডাউন করে কাস্টমস এর কিছু অসাধু কর্মকর্তাদের সাথে আতাত করে সরকারকে লাখ লাখ টাকা কর ফাঁকি দিচ্ছে। তথ্যসূত্রে জানা যায়, ইন্ডিয়ান উষামাটিন কোম্পানীর সহযোগিতা এলসির মাধ্যমে লাখ লাখ টাকা কর ফাঁকি দেয়। বিদেশ থেকে অবৈধভাবে ডিশের তার এনে অর্ধেক দেখিয়ে মূলমাল কম দেখিয়ে চুরি করে মাল নিজের গোডাউনে পাঠিয়ে মালের মূল্য ও সরকারী কর ফাঁকি দিচ্ছেন সিম প্যাক ইন্টারন্যাশনাল কোম্পানী। ইন্ডিয়া থেকে অপটিক্যাল ফাইভার ক্যাবলস এনে ডুপ্লিকেট ইনভয়েস তৈরি করে বেনাপলে কাস্টমস কর্মকর্তাদের মাধ্যমে অবৈধভাবে কর ফাঁকি দিচ্ছে। তথ্যসূত্রে আরও জানা যায়, বিগত ২৪ জুন ২০২৩ তারিখে সোনালী সি এন্ড এফ এজেন্সির মাধ্যমে ৫৬১৫ কেজি মালের ৯ লাখ ২৬ হাজার ৪ শত ৭৫ টাকা কর ফাঁকি দিয়েছে। মূল মাল বক্সসহ ১১,৬২২ কেজি ডিসের অপটিক্যাল ফাইভার ইন্ডিয়া থেকে এনে বেনাপলে মূলমাল ও কাঠের বক্স সমান সমান দেখিয়ে কর লোপাট করে। মূলত দেখা যায় ৮ হাজার কেজি প্যাকিং এর ওজন। অপরদিকে সিম প্যাক প্যাকিং ও মালের ওজন সমান সমান দেখান প্রায় ৫ হাজার কেজি মালের কর ফাঁকি দিয়ে সরকারকে দেউলিয়া করার পাঁয়তারা করছে। বেনাপোলের কাস্টমস হাউজের কিছু অসাধু কর্মকর্তার সেচ্চাচারিতা ও মোটা অংকের ঘুষ গ্রহনের কারণে সি এন্ড এফ কোম্পানীগুলো বিশেষ সুবিধা নিয়ে লাখ লাখ টাকা কর ফাঁকি দিয়েছে। সম্প্রতি সোনালী সি এন্ড এফ কোম্পানীর মাধ্যমে প্রায় ৯ লাখ টাকার উপরে সরকারকে কর ফাঁকি দিয়ে যাচ্ছে। প্রশাসনের তৎপরতা জোরদার করলে সরকার তার কর আদায় করতে পারবে।