কুরআনের সিজদা-এ তিলাওয়াতসমূহ

0
383

হযরত আবূ দারদা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: আমি হুযূর (সা:) এর সঙ্গে ১১টি তিলাওয়াতের সিজদা আদায় করেছি। এগুলো একটি হল সূরা আন-নাজম এর সিজদা।

ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত আবূ দারদা (রা:) থেকে বর্ণিত হাদীসটি গরীব।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৫৬৮)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =