সাতকানিয়ার ওসির বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী জাহেদেকে ছেড়ে দেয়ার অভিযোগ

0
517

অপরাধ বিচিত্রা: চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছৈয়দাবাদ এলাকার নিবাসী জামায়াত নেতা মাওলানা মাহমুদুল হকের ছেলে ওবায়দুল্লাহ মোহাম্মদ জাহেদ চৌধুরী বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেইসবুকে আপক্তিকর পোষ্ট দিতেন। ওবায়দুল্লাহ মোহাম্মদ জাহেদ চৌধুরীর ফেইসবুক আইডি হচ্ছে জাহীদ চৌধুরী। ওই ফেইসবুক আইডি ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপক্তিকর পোষ্ট প্রদান করেন। পরবর্তীতে পুলিশ গত ১৭ আগস্ট বৃহস্পতিবার সাতকানিয়া থানার ওসি তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়। এ ব্যাপারে সাতকানিয়া থানার ওসির সাথে তার ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, কোন প্রমাণ পাওয়া যায়নি।

এ ব্যাপারে চট্টগ্রামের পুলিশ সুপারের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। পুলিশ সুপার ও ওসির হোয়াটসআ্যাপে নিউজের লিংক ও কটুক্তিকারীর ছবি পাঠিয়ে দিয়ে মন্তব্য চাওয়া হয়েছে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় যুবলীগ নেতা আনিসের সাথে ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, জাহীদকে প্রথমে আমি থানায় নিয়ে যাই কিন্তু সাতকানিয়া থানার ওসি কার ইশারায় প্রধানমন্ত্রীর কটুক্তিকারীকে ছেড়ে দেয় তা আমি জানি না।

যদি কোন অপরাধ না করে তাহলে ভবিষ্যতে এরকম কাজ করবেনা বলে কেন মুচলেকা রাখা হয়েছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে সোস্যাল মিডিয়ায় কটুক্তি করা হয় সেখানে ওসি কোন ক্ষমতার বলে তাকে ছেড়ে দেয়। পত্রিকা অফিস থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে অবগত করানো হয়েছে। এখন পর্যন্ত কোন প্রকার প্রতিকার পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − 9 =