এফবিজেও কর্তৃক খুলনা দিঘলীয়া সেনহাটি সাআদাতিয়া দাখিল মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কাজ চলছে

0
189

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) কর্তৃক খুলনা, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে সাদাআতিয়া দাখিল মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, এতিম খানার কাজ চলছে। স্ট্রাকচারের কাজ প্রায় শেষের দিকে। উপরে লোহার এঙ্গেলে ও টিনের প্রয়োজন।

৪০০ কেজি এঙ্গেল ও ১৫ বান টিন লাগবে। এখনো ৩,০০০,০০/= টাকা প্রয়োজন। আপনারা যারা দান করতে নিয়ত করেছেন তারা মাদ্রাসার কাজে দানের হাত সম্প্রসারিত করুন।

আল্লাহ আপনাদের দানকে জান্নাতের জারিয়া হিসেবে কবুল করুন। আমীন

অনুদান পাঠানোর ঠিকানা

এস এম মোরশেদ

চেয়ারম্যান

এফবিজেও ইসলামিক সেন্টার

বাইতুল হক ভবন (৭ম তলা), ৭৮ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।

মোবাইল: ০১৯১১৩৮৫৯৭০ (বিকাশ)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − eighteen =