মো. মোস্তফা কামাল চৌধুরী ( জিন্নাহ ) নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন মো. আবু হাসান। এর আগে এ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. আরিফুল ইসলাম।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা এগারটায় উপজেলা কার্যালয়ে যোগদানের পর তিনি উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মো. আবু হাসান ৩৪তম বিসিএসের (প্রশাসন) একজন অফিসার। তার নিজ জেলা সিরাজগঞ্জ। এর আগে তিনি মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তর প্রধান।