নিজস্ব প্রতিবেদক : ‘যে প্রতারণা করবে সে আমার উম্মত নয়’— বছর খানেক আগে নগরের নতুন ব্রিজে দোহা ফুডের যাত্রার শুরুতেই রাসূল (স.) এই হাদিসটি শুনিয়ে খাবার নিয়ে ভেজালের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার। তবে এই নসিহত কানে নেয়নি দোহা
ফুড। বিক্রির জন্য সাজিয়ে রেখেছিল মেয়াদোত্তীর্ণ জন্মদিনের কেক, চকলেট। শনিবার (১৬ সেপ্টেম্বর) তাদের এই শাখায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ এসব কেক চকলেট জব্দ করে ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। একইসঙ্গে এই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেছে। একই অভিযানে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয় খাতুনগঞ্জের দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন হক এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ বার্থডে কেক ও চকলেট বিক্রির জন্য রাখায় দোহা ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করায় খাতুনগঞ্জ বাজারের এক পেঁয়াজ ব্যবসায়ীকে ২ হাজার ও চাক্তাইয়ের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।