Site icon Aparadh Bichitra

রাজধানী উত্তরায় পিস্তলের গুলিতে বৃদ্ধের আত্মহত্যা

মিজানুর রহমান: রাজধানীর উত্তরায় নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে এক বৃদ্ধ  আত্মহত্যা করেছেন।পুলিশ বলেছে,নিহত ব্যক্তির নাম মো. আবুল কাশেম (৭০)। উত্তরা ৩ নম্বর সেক্টর ২ নম্বর রোডের একটি বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি।পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। 

আজ মঙ্গলবার  সকাল ৭ টার দিকে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে দুপুর ১টার দিকে উত্তরা-পশ্চিম থানা পুলিশ নিহতের  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

আজ সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  মাসুদ আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ  বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক খান জানান,মঙ্গলবার সকালে ডিউটিরত অবস্থায় খবর পাই একজন গুলিবিদ্ধ অবস্থায় বসুন্ধরা এভারকেয়ার নামক একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

তিনি জানান,হাশেমের ব্যবহৃত পিস্তলটি তার পাশেই মেঝেতে পড়ে ছিল।নিহত ব্যক্তি (তিনি) শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি মোহাম্মদ  মাসুদ আলম জানান, প্রাথমিক ভাবে জানতে পেরেছি,আজ সকালে তিনি তার নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করেন।পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।  ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এবিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।