উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে অগ্রনী ব্যাংক ও এক্সপ্রেস মানির যৌথ উদ্যোগে ঈদ আনন্দ কর্মসূচির মেগা প্রাইজ উইনার এর মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধামুরা বন্দর অগ্রনী ব্যাংকের সভাকক্ষে বিজয়ীকে ঘিরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশালের সার্কেল মহাব্যবস্থাপক মোঃ ওয়ালিউল¬াহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক আব্দুর রহিম, বরিশাল সার্কেল উপমহাস্থাপক মৃনাল কান্তি বকসী, বরিশাল সহকারী সার্কেল মহাব্যবস্থাপক মাসুদ করিম, ঢাকা প্রধান কার্যলয়ের এসপিও এবং এফআরডি‘র প্রতিনিধি মারভীন গোমেজ, ধামুরা বন্দর শাখার ব্যবস্থাপক জালিজ মাহমুদ, ধামুরা বহুমুখী মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, ব্যবসায়ী ও গ্রাহক মোঃ এনায়েত হোসেন শরীফ, গ্রাহক নিপা হালদার প্রমূখ। এসময় প্রধান অতিথি ওয়ালিউল¬াহ বিজয়ী নিপা হালদারকে এলইডি টিভি উপহার দেন।