কাডিও কেয়ার হাসপাতালে চিকিৎসার নামে দালাল চক্র বেপরোয়া(উত্তরায়)

0
1759

ঢাকা মাহানগর উত্তরের উত্তরায় অবস্থিত কাডিও কেয়ার স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল। চিকিৎসার নামে প্রতারনার প্রহর গুনতে হয় ভোক্তা সাধারনকে প্রতিনিয়ত।সেক্টর- ১২, বাড়ী- ৩২, সোনারগাঁও জনপথ (খালপাড়) উত্তরা- ১২৩০ এ
কখনো ডা: হয়েযায় দালাল আর মেডিকেল দালাল চক্র বেপরোয়া হয়ে উঠছে ধিরে ধিরে- গত পাঁচ মাস আগে ভুল চিকিৎসায় উপজাতীর মৃত্যু হয়। চলতি মাসে সুফলা নামের একজনের সাথে ২০০০০ হাজার টাকা প্যাকেজ এর মাধ্যমে সিজার করে ডা: সাবরিন ফরহাদ গাইনী বিশেষজ্ঞ সিনিয়ার কনসালটেন্ট কাডিওকেয়ার হাসপাতাল। ডা: সাবরিন ফরহাদ কোন প্যাকেজনর অতিরিক্ত অর্থ আদায় করে নিতে চায় তা যদি না করে তাহলে খারাপ হবে বলে হুমকি ও প্রধান করেন। এ ব্যপারে সুফলার স্বামী আমিনুল ইসলাম (বাপ্পি) বাদী হয়ে গত ১/১২/১৬ তারিখ উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরী করেন (জিডি নং- ১৯)। এ ব্যপারে ডা: সাবরিন ফরহাদ এর সাথে কথা বললে তিনি দৈনিক প্রথম সূর্যোদয় এর সাংবাদিকে বলেন- আপনী নিউজ করবেন তাহলে আপনার নামে মানহানী মামলা দিবো। শুধু সুফলাই নয় টঙ্গী প্রাইভেট ক্লিনিক আবেদা তার নামে অভিযোগ করে ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এর ডা:, নার্স সবাই তার এই বেপরোয়া কার্যকলাপ এ অতিষ্ট হয়ে পরেছে। উক্ত জিডির আইউ, এসআই. মিজান ঘটনাটি খতিয়ে দেখছেন বলে তিনি জানান

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here