জয়-পরাজয় নিয়ে যা বললেন মোদি

0
115

ভারতে লোকসভা নির্বাচনের পর ফলও ঘোষণা হয়েছে। এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো রাজনৈতিক দল। ফলে জোটের ওপর নির্ভর করছে দেশটির সরকার গঠন। নির্বাচনের পর শেষ বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় জয়-পরাজয় নিয়ে মুখ খুলেছেন তিনি। শনিবার (০৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালের নির্বাচনে ২৮২ আসন এবং ২০১৯ সালের নির্বাচনে ৩০৩টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। তবে এবারের নির্বাচনে দলটি পেয়েছে ২৪০টি আসন। দেশটিতে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২ আসন। ফলে সরকার গঠনে জোটের ওপর নির্ভর করতে হচ্ছে দলটির।

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতাদের সঙ্গে মন্ত্রিপরিষদ বৈঠকের পর নরেন্দ্র মোদি বলেন, গত ১০ বছর ধরে আমরা ভালো কাজ করে যাচ্ছি। আমরা এ ধারা অব্যাহত রাখব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here