পাঁচমিশালিবিবিধ

সিএফবি লাইফ টাইম অ্যাওয়ার্ড পেলেন শেফ খলিল

বাংলাদেশি রন্ধন শিল্পের অগ্রগামী শেফ ও শেফস ফেডারেশন অফ বাংলাদেশ (সিএফবি) এর উপদেষ্টা শেফ খলিলুর রহমান রন্ধন জগতে তার উল্লেখযোগ্য অবদান এবং বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারকে জনপ্রিয় করার জন্য সিএফবি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন। 

স্বাস্থ্যকর খাবার প্রচারের লক্ষ্যে রোববার রাতে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। আন্তর্জাতিক শেফ দিবস উপলক্ষ্যে সিএফবি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সিএফবি সভাপতি হাবিবুর রহমান জহির,  সাধারণ সম্পাদক  মো: বোরহান খান, যুগ্ম সম্পাদক মোঃ জালাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, আবুল বাশার, লেভেন শিশির রডরিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেফ খলিল ইউএস প্রেসিডেন্সিয়াল বাইডেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং অস্কার খ্যাত ব্রিটিশ করি অ্যাওয়ার্ডসহ মোট ১৩৭টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। দশ দিনের সফরে তিনি বাংলাদেশেই রয়েছেন। এ সময় তিনি খলিল ফুড ফাউন্ডেশন চালু করবেন, যা দেশের রন্ধন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে, সেই সঙ্গে দেশে ও বিদেশে তৈরি হবে নতুন কর্মসংস্থানের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button