ভবিষ্যতে খেলাপী ও অবলোপনকৃত ঋণ আদায়ের উপর সর্বাধিক গুরুত্বারোপ
সোনালী ব্যাংক পিএলসি. এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মোঃ শওকত আলী খান গত ০৩-১১-২০২৪ তারিখে যোগদান করেন। সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের পরপরই তিনি অদ্য ০৪-১১-২০২৪ইং তারিখ সোনালী ব্যাংক পিএলসি. রমনা কর্পোরেট শাখা, ঢাকা ও প্রিন্সিপাল অফিস, ঢাকা ওয়েস্ট, ঢাকায় পরিদর্শনে আসেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামীম উদ্দিন আহমেদ। পরিদর্শনকালে সম্মানিত সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টরকে ফুলেল শুভেচ্ছা জানান রমনা কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম ও প্রিন্সিপাল অফিস, ঢাকা ওয়েস্ট, ঢাকার দায়িত্বরত ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জমান। যোগদানের পরপরই সর্বপ্রথম তাদের শাখা/কার্যালয়ে পরিদর্শনে আসার জন্য তারা উভয়ই ব্যাংকের নির্বাহীদের প্রতি কৃতজ্ঞতা জানায়। সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় শাখায় নতুন ঋণ বিতরন ও খেলাপী ঋণ আদায় উল্লেখযোগ্য অবদানের জন্য মোঃ নজরুল ইসলাম(জিএম) ও মোহাম্মদ মনিরুজ্জমান(ডিজিএম)-কে ধন্যবাদ জানিয়ে তাদের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে খেলাপী ও অবলোপনকৃত ঋণ আদায়ের উপর সর্বাধিক গুরুত্বারোপ করে ব্যবসায়িক উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার জন্য দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। দেশের সর্ব বৃহৎ বানিজ্যিক ব্যাংকের সর্বোচ্চ নির্বাহীর আগমনে অত্র শাখা/কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী অত্যন্ত আনন্দিত ও অনুপ্রানিত।