প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, বাংলাদেশ কৃষক আন্দোলনের প্রাণ পুরুষ, ভূমি আন্দোলনের পথিকৃৎ, গণ—বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ কৃষক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ২৮ তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন জেলায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার আয়োজনে ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ ৭ নভেম্বর ২০২৮ইং কেন্দ্রীয় উদ্যোগে পটুয়াখালী জেলার দশমিনায় গ্রামের বাড়ীতে প্রয়াতের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ও দশমিনা বিভিন্ন সড়ক র্যালী করে প্রদক্ষিন করা হয়। দশমিনা উপজেলা ডাঃ ডলি আকবর মহিলা কলেজে সকাল ১১টায় বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী সামসুন্নাহার খান ডলির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষক নেতা জায়েদ ইকবাল খান, সম্মানিত অতিথি ডাঃ ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, প্রধান বক্তা বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ—সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের দশমিনা উপজেলা শাখার সভাপতি নয়া মিয়া সিকদার ও সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ দাস, কৃষক নেতা মোকলেছুর রহমান, ভূমিহীন নেতা ছোহরাব হোসেন প্রমূখ।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান কমরেড আবদুস সাত্তার খানের জীবন ও সংগ্রামের উপর রচিত বই উপহার হিসেবে দেন ডাঃ ডলি আকবর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আলী আকবর ও অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেনসহ অন্যান্য শিক্ষকদের।
সভায় বক্তারা নিম্নোক্ত দাবীসমূহ সরকারের নিকট উত্থাপন করেন—
১) কৃষি খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান প্রদান করতে হবে।
২) খাস জমির ভুয়া বন্দোবস্ত বাতিল করতে হবে।
৩) সরকারী খাসজমি জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া বন্দোবস্ত কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪) কৃষি খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করতে হবে।
৫) জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।