চট্টগ্রাম বিভাগ

মানবতার অপর নাম বিবেক প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু

রোকসানা আক্তার মজুমদার : নিয়মের শৃংখল ভেঙ্গে চারিদিকে অনিয়মের হাতছানি, মানবতা যখন ধর্ষিত, সমাজ যখন পুঙ্গ, হুই হুই করে বাড়ছে দ্রব্যমূল্যের দাম, শিক্ষা ব্যবস্থা যখন অনেকটাই হুমকির মুখে, দরিদ্র শ্রেণীর সুবিধা বঞ্চিত মানুষগুলো যখন অন্ন- বস্ত্র- বাসস্থান ও সামাজিক নানা প্রতিকূল পরিবেশে-বিব্রতকর পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটে জর্জরিত। তখন সময়ের শক্তিরূপে, মানবতার ঢাল হয়ে ইউসুফ মোল্লা টিপু ২০২০ সালের ৩০শে মার্চ আত্মমানবতার সেবায়  প্রতিষ্ঠা করে অলাভজনক ও সামাজিক সংগঠন  বিবেক।

বৈশ্বিক মহামারী করোনা কালে প্রাণঘাতি ভাইরাসে পুরো বিশ্বে যখন একটু অক্সিজেন ও বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষায় নিজ ঘরে জড়োসড়, তখন বিবেকের প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে মানবতার ফেরিওয়ালা হয়ে অর্থ- খাদ্য- অক্সিজেন- চিকিৎসা সেবা ও বাংলাদেশের আকাশ যখন করোনা পজিটিভ- মৃত লাশের গন্ধে স্বজনরা যখন নিজ প্রাণ বাঁচাতেই হিমসিম খাচ্ছিলো- তখন ৪৭৬টি মৃত লাশের দায়িত্ব নিয়ে দাফন কার্যে অভাবনীয় ভূমিকা রাখেন বিবেক নামক মহামানব।

বিবেকের সহযোগিতায় মসজিদ- মাদ্রাসা- অসহায় নারীদের কর্ম সংস্থান- যুব উন্নয়ন- বৃক্ষ রোপণ- শীতবস্ত্র বিতরণ, ইদ সামগ্রী, ইফতার সামগ্রী, বন্যা-দুর্যোগ মোকাবেলায়ও খাদ্য- বস্ত্র- ঔষধ-খাবার স্যালাইন সরবরাহ ছাড়াও গৃহহীনদের নতুন বাড়ি নির্মানেও বিশেষ অবদান রাখেন বিবেক।

বর্তমান সমাজের ধর্মীয় গোঁড়ামির শিকল ভেঙে, সকল ধর্মের মানুষের সেবায়- ধর্মীয় উৎসবে পালনে নগদ অর্থ প্রদান, বিবেকের পাশাপাশি অন্যান্য সংগঠনগুলোতেও অর্থ  সহযোগিতা প্রদান ও সেচ্চায় রক্তদানেও বিশেষ ভূমিকা রাখেন টিপু।

ইউসুফ মোল্লা টিপু বলেন,  বিবেকের অপর নাম মানবতা । মানুষের কল্যাণে প্রতিটি মানুষকেই মানবতা, ঐক্যতা, সহনশীলতা, দৃঢ়তা ও সভ্যতামুখী হওয়া জরুরি। অসহায় মানুষের  জরুরী সেবাদানে ২৪ ঘন্টা বিবেক মানবতার কাজে নিয়জিত। আমার পাশাপাশি আমার সহযোদ্ধারাও বিবেকের ঢাল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রেখে গেছেন নীরব ভূমিকা। বিবেক সবসময় মানবিক সহযোগিতায় অসহায় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button