অপরাধআইন ও বিচার

ধামইরহাটে বিস্ফোরক মামলায় বাংলাদেশ আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার

মোঃ মোস্তফা কামাল চৌধুরী ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে বিষ্ফোরক ও মারামারি মামলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৪ নং উমার ইউনিয়নের সভাপতি আ: কুদ্দুস (৪০) এবং জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নজরুল
ইসলাম (৪৫) নামের দুজন আওয়ামীলীগের নেতাকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। গতকাল শনিবার রাতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাইসুল ইসলামের নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন আ: কুদ্দুস (৪০)
উপজেলার ৪ নং উমার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,চানকুরি গ্রামের
মৃত আমজাদ হোসেনের ছেলে, এদিকে নজরুল ইসলাম (৪৫) উপজেলার জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে জড়িত ছিল,কোকিল) মাস্টারপাড়া গ্রামের, মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে, ধামইরহাট থানার মামলা সুত্রে জানা যায়, গত অক্টোবর মাসে উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি মারামারি ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই ইউনিয়নের জোতরামপুর এলাকার রাজু হোসেন বাদি হয়ে ২৬জনের নাম উল্লেখ করে আসামি করে অজ্ঞাতনামা আরো ১৫০ জনের বিরুদ্ধে মামামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলা নং-৬। মামলার প্রেক্ষিতে তাদের দুজনকে গ্রেফতার করেন পুলিশ। এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাইসুল ইসলাম বলেন, মারামারি ও বিষ্ফোরক আইনে মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button