খুলনা বিভাগ

মোড়েলগঞ্জে নবনির্মিত উপজেলা পরিষদ ভবন ভেঙ্গে পড়ার আশঙ্কা

সুইটি সিনহা :  মোড়েলগঞ্জ উপজেলায় নবনির্মিত উপজেলা ভবনে নিম্নমানের মালামাল ব্যবহার করায় বিভিন্ন রকম ত্রুটি দেখা দিয়েছে এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিন অনুসন্ধানে সত্যতা মিলেছে, দেখা যায় নতুন ভবনটি বছর না পেরোতেই বিভিন্ন জায়গায় প্লাস্টার ফেটে গেছে রং উঠতে শুরু করেছে। বিভিন্ন জায়গাতে মরিচা পড়ে  কালো হয়ে গেছে চারতলা ভবনের ব্যবহৃত ব্যবহৃরিত সকল এস এস (স্টৈইনলেস স্টিল) এর রেলিং ও গ্রিলগুলো।  রেলিং এর ক্লিপ ছুটে গেছে বিভিন্ন জায়গাতে। নিম্নমানের কাঠ ব্যবহার হয়েছে দরজার পাল্লা ও ফ্রেম তৈরিতে ফলে প্লাস্টার থেকে ছেড়ে দিয়েছে দরজার ফ্রেমগুলো ।

ত্রুটিযুক্ত কাঠ দিয়ে দরজার পাল্লা তৈরি করায় দরজা বিভিন্ন জায়গায় ফেটে গেছে। বৈদ্যুতিক সরঞ্জামাদিতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের বোর্ড ,সুইস ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান ফ্যাসিস্ট সরকারের সময় বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান টুকুর নামেই এই ভবনের কাজ হয়েছে। ফলে যেনতেন ভাবে কাজ শেষ করে বিল নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ।এ বিষয়ে মোড়লগঞ্জ উপজেলার প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button