অপরাধ

খুলনায় পাচারকারীর পাকস্থলীতে মিলল ৮টি স্বর্ণের বার

খুলনায় পুলিশ পাকস্থলীতে বহন করা আটটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া যুবক আব্দুল আওয়াল (৩৬) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান জানান, ঢাকা থেকে একটি স্বর্ণের চালান খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে এমন একটি সংবাদ পুলিশের কাছে আসে।ওই সংবাদের ভিত্তিতে খুলনার লবণচরা থানা পুলিশ সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিক্যালের সামনে চেকপোস্ট স্থাপন করে। 

তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালায়। তথ্য অনুযায়ী ওই বাসের নিদিষ্ট আসনের যাত্রী আব্দুল আউয়ালকে সন্দেহজনভাবে পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদ করে। তিনি বিষয়টি অস্বীকার করেন।একপর্যায়ে শরীর তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি। পরে তাকে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করা হয়। সেখানে পেটের মধ্যে স্বর্ণের বার ধরা পড়ে। পরীক্ষার পর থানায় নিয়ে বিশেষ কায়দায় পর পর ৮টি স্বর্ণের বার বের করা হয়।

ওসি জানান, স্বর্ণের বার উদ্ধার ঘটনায় লবণচরা থানায় মামলা দায়ের করা হচ্ছে। এ ছাড়া জড়িতদের বিষয়ে তথ্য উদঘাটন ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button