ঢাকা বিভাগ

আইনজীবী না হয়েও আইনজীবী পরিচয়ে প্রতারণা করে মামুন এখন কোটিপতি

মাহবুব আলম মানিক (সাভার): কখনো আইনজীবী কখনো কাজী কখনো বা মুহরি। সাধারণ মানুষের সঙ্গে এমন প্রতারণা করে কয়েক বছরের ব্যবধানে কোটি টাকার মালিক বনে গেছেন মাহবুবুর রহমান মামুন। কিনেছেন প্লট সহ একাধিক ফ্ল্যাট। বিলাসবহুল নিজস্ব অফিস বানিয়েছেন  আশুলিয়ার পলাশবাড়ি বাস স্টান্ড সংলগ্ন ৪ তলা একটি ভবনে। খুলেছেন মামুন এসোসোয়েট এন্ড ল, চেম্বারও।

দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছেন বলে বিভিন্ন সুত্রে  একাধিক অভিযোগ পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানা যায়, মোটা অংকের টাকার বিনিময়ে অল্প বয়সী ছেলে মেয়েদের বয়স বাড়িয়ে ভুয়া কাগজ তৈরি করে বিবাহ দিতেন। এবং কি বিভিন্ন সময় বিভিন্ন তালাকনামা কাগজে পূর্বের তারিখ কিংবা আগাম তারিখ বসিয়ে তালাক নোটিশ পাঠাতেন স্বামী/ স্ত্রীর বাসায়।

এছাড়াও তিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ভূমি অফিস ও এসিল্যান্ডে অফিসে  জমি মালিকদের ছয় নয় বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে খাজনা খারিজ করাতেন। আইনজীবী  না হয়েও তিনি মিসকেস মামলার নথিপত্রে নিজে সাক্ষর করতেন বলেও জানা যায়।

এমন অভিনব প্রতারণা করে মামুন, নামে বেনামে একাধিক প্লট, ফ্ল্যাট, ও পালাশবাড়ি আমার স্কুল সংলগ্ন আদদীন টাওয়ারে ২ টি দোকান বরাদ্দ নিয়েছেন বলে জানান অভিযোগকারীরা।

শুধু প্রতারণায় নয় গত ৫ ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  ফ্যাসিবাদী সরকারের পক্ষ নিয়ে তিনি ছাত্র জনতার উপর হামলা চালিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে এবং কি ছাত্র হত্যার সাথেও সরাসরি জরিত থাকায় ২টি ছাত্র হত্যা মামলা হয়েছে মাহবুবুর রহমান মামুনের বিরুদ্ধে। যার মামলা নং-১৬ (৯) ২৪/ ০৬ (৯) ২৪

মামুনের প্রতারনার বিষয়ে নাম ঠিকানা গোপন রাখার শর্তে একজন আইনজীবী বলেন, মামুন প্রায় আট দশ বছর ধরে আশুলিয়ায় এমন প্রতারণার আসর জমিয়ে অনেক টাকা পয়শা কামিয়েছেন, তবে দীর্ঘদিন প্রকৃত আইনজীবী ও প্রশাসনের চোখ ফাকি দিয়ে মামুন কিভাবে এমন প্রতারণা করে যাচ্চে এমন প্রশ্ন করলে ওই আইনজীবী  বলেন শুনেছি মামুন কোন এক কলেজ থেকে ল, পড়েছে এবং ঢাকা কোর্টের মামুন আল-হাদী নামের একজন সিনিয়র আইনজীবীর সাথে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন তার সিনিয়রের সাথে নামের মিল থাকায় তিনি নিজেকে আইনজীবী মামুন বলে পরিচয় দিয়ে থাকেন। তার এমন প্রতারণার ব্যাপারে ঢাকা আইনজীবী সমিতিতে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন রেজাউল করিম নামে একজন আইনজীবী।

এবিষয়ে মাহবুবুর রহমান মামুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলো তিনি সব অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে আমি একজন শিক্ষানবিশ আমি কেন আইনজীবী পরিচয় দিতে যাবো আমাকে এলাকা থেকে তাড়ানোর জন্য বেশ কয়েকজন আমার বিরুদ্ধে এসব মিথ্যা রটাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button