অন্যান্যমানব সম্পদস্বাস্থ্য

এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদের হাজির হওয়ার আলটিমেটাম

জুলাই-আগস্ট আন্দোলনে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন আহতরা এখনো রাস্তায় অবস্থান করছেন। স্বাস্থ্য উপদেষ্টা নুরহাজাহন বেগমের প্রতি ক্ষুব্ধ হয়ে তারা দুপুর থেকে এই কর্মসূচি পালন করছেন। রাতে উপদেষ্টাদের ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছেন আহতরা। তারা বলছেন, উপদেষ্টারা না আসলে রাস্তা ছাড়বেন না এবং হাসপাতালের ভেতরে ফিরেও যাবেন না।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে নিটোরের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন আহতরা। তাদের অবস্থানে আগারগাঁও থেকে শ্যামলী ও শ্যামলী-আগারগাঁও উভয়মুখী সৈয়দ মাহবুব মোর্শেদ সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে যান। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে এক ঘণ্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন। সেখানে ছিলেন জুলাই-আগস্ট আন্দোলনের একাংশের আহতরা, বাকিরা ছিলেন তৃতীয় তলায়। কিন্তু তৃতীয় তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় সেখানে থাকা আহতরা ক্ষোভ প্রকাশ করেন।
তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। পরিস্থিতি বেগতিক দেখে স্বাস্থ্য উপদেষ্টা অন্য গাড়িতে উঠে হাসপাতাল ত্যাগ করেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button