আইন ও বিচারপ্রশাসন

পাল্টাপাল্টি সম্মেলন, শোডাউন ও হুমকি : ইজতেমা নিয়ে কঠোর সরকার

তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, শোডাউন ও হুমকির কারণে আসন্ন ইজতেমা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এবারের (২০২৫) বিশ্ব ইজতেমাও আগের ধারাবাহিকতায় হবে। প্রথম পর্বের ইজতেমা হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, যার আয়োজক থাকবেন জুবায়েরপন্থী আলেম-উলামারা। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

সূত্র আরো জানায়, আগামী শুক্রবার কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ছাড়তে হবে তাবলিগ জামাতের জুবায়েরপন্থীদের। এরপর যথাক্রমে দুই সপ্তাহ সাদপন্থী এবং চার সপ্তাহ জুবায়েরপন্থীরা মসজিদ নিয়ন্ত্রণ করবেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার উভয় পক্ষের সঙ্গে সমাধান করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এ পর্বের আয়োজক থাকবেন তাবলিগের সাদপন্থী আলেমরা। টঙ্গীর ইজতেমা মাঠ এবং কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণের স্থায়ী সমাধানে আগামী এপ্রিল-মেতে উভয় পক্ষের মুরব্বিদের নিয়ে বৈঠক করা হবে। ইজতেমা নিয়ে কোনো ধরনের বিবাদ সহ্য করবে না সরকার। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয় ও ইজতেমার বিষয়ে তাবলিগ জামাতের কোনো পক্ষ বাড়াবাড়ি করলে তা কঠোর হস্তে দমন করবে সরকার। তবে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টার কেউই মন্তব্য করতে রাজি হননি।

বিবদমান তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button