ডেক্স নিউজ: বরিশালের বানারীপাড়ায় উপজেলা বি এন পির সদস্য সচিব রিয়ার উদ্দিন মৃধার উলঙ্গ ভিডিও সোসাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বি এন টি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে এক অস্থিতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে পথে ঘাটে চায়ের দোকানে সমালোচনার ঝড় উঠছে। দলের শীর্ষ পর্যায়ের নেতা হবে সবার আইডল। তাকে অনুসরন করে রাজনৈতিক মাঠে নেকাকর্মীরা সামনে অগ্রসর হবে। আর সেই নেতার কর্মকান্ড যদি হয় এমন জগন্য ও ন্যাকার জনক তাহলে তার কাছ থেকে দল ও দলের নেতা কর্মীরা কি আর আশা করতে পারে।
রিয়াজ মৃধার এমন কর্মকান্ডে দলীয় ভাবমুর্তি ক্ষন্ন হয়েছে বলে একাধিক নেতা কর্মীরা বলেন আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না। উপজেলা বি এন পির সদস্য সচিব রিয়াজ মৃধার এই উলঙ্গ ভিডিও সোসাল মিডিয়ায় প্রচার হওয়ায় এখন চায়ের দোকান থেকে সর্বস্থরের মানুষের মাঝে একটাই আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে ।
ন্যাক্কারজনক কুরুচি পূর্ণ এই ভিডিও কারনে রিয়াজ মৃধা মানুষের কাছে যেমন সমালোচিত হচ্ছেন তেমনি দলের এত বড় গুরুত্বপূর্ন একটি পদে তার অবস্থান দলকে ও অবস্থানকে প্রশ্ন বিদ্ধ করছে বলে সুধীজনের মন্তব্য। উল্লেখ্য কিছুদিন পূর্বে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম ১১ মাসের বাচ্চার মুখমেহন করার অনৈতিক কর্মকান্ডের জন্য তাকে দল থেকে বহিস্কার করা হয় আর সেই বহিস্কারাদেশে স্বাক্ষর করেন বিতর্কিত এই রিয়াজ মৃধা। যে নিজেই একই অপরাধে অপরাধী সে কিভাবে অন্যকে বহিষ্কার করে।