Uncategorized

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সারমিন আক্তার : আমি উজ্জ্বল নতুন রাজনীতি করি না। একটি মিথ্যা সংবাদ আমার আদর্শ কেউ নষ্ট করতে পারবে না।ষ্টাফ রিপোর্টা: ৩০শে নভেম্বর (শনিবার) নারায়ণগঞ্জে ফতুল্লা ইউনিয়নে বি এন পির একটি জনসভার আয়োজন করা হয়েছে।সেটা নিয়ে সকল নেতাকর্মীরা সকাল থেকেই মুটামুটি ব্যস্ত সময় পার করছিলাম, এমন সময় একজন ব্যক্তি ৬ নং ওয়ার্ডে ডুকে বিনামুল্যে পত্রিকা বিতরণ করছিলো। বিষয়টি এলাকার মানুষের কাছে একটু সন্দেহ মনে হলে প্রথমে তাকে ডাকে এবং ভালোভাবে জিজ্ঞাসা করে এই পত্রিকা এবং আগত সংবাদের বিষয়ে। হকার সঠিক তথ্য না দিয়ে ঘুড়িয়ে পেঁচিয়ে কথা বলাতে এলাকা বাসী সন্দেহ করে তাকে পুলিশে হস্তান্তর করে।কিছু সময় পরে আমিই ওসি শরিফুল কে বলি তাকে ছেড়ে দেওয়ার জন্য।এমন মন্তব্য করেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল। অপর দিকে ওসি শরিফুল ইসলাম বলেন আমরা সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সাথে যোগাযোগ করেছি হকারের প্রতি তার কোনো অভিযোগ নেই, তাই পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উজ্জ্বল আরো বলেন, আমি রাজনীতি করি সন্ত্রাসী করি না। ৫ এ আগষ্টের পর থেকেই একটি কুচক্রী মহল আমার পিছনে পড়ে আছে। নিজেরা তো কোনো ভালো কাজ করেই না, কেউ করলে তাতেও তাদের সমস্যা।আমি যদি তাকে মারধর করতাম তাহলে অবশ্যই থানায় কম্পিলিন করতাম। আমি কিন্ত তা করিনি, এখন তাকে কে পাঠিয়েছে কেনো পাঠিয়েছে তা আমার বোধগম্য নয়।তার বিরুদ্ধে কোনে অভিযোগ করলাম না তবুও সে আমার নামে অপ্রপচার চালালো, আমি এই অপ্রচারের জন্য দুঃখিত হয়ে নিন্দা জানাই,এবং অতি দ্রুত এই পত্রিকায় বিষয়ে মামলা করা হবে।

atOptions = { 'key' : 'a591480344b953d75a07222475a5feec', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button