গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরাইল : সাবেক ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী
গাজায় ইসরাইল জাতিগত নিধন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন। রোববার (১ ডিসেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ালোন বলেছেন যে উত্তর গাজায় ইসরাইলি বাহিনী জাতিগত নিধন করেছে। এই বক্তব্য দেয়ার পর তিনি খুবই হেনস্থার শিকার হয়েছেন।
ইয়লোন ডেমোক্রেট টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলি বাহিনীর হামলা বিষয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, বাইত লাহিয়া কিংবা বাইত হানুন তাদের উদ্দেশ্য নয়। তারা তো মূলত জাবালিয়া শরণার্থী শিবিরকে টার্গেট করেছে। সেখান থেকে আরবদেরকে উচ্ছেদ করেই ছাড়বে।
তিনি আরো বলেন, এই পরিস্থিতি আমাদেরকে গাজা উপত্যকায় দখলদারিত্ব ও জাতিগত নিধনের দিকে ঠেলে দিয়েছে। এ সময় ইসরাইলি বাহিনী গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে বলেও স্বীকার করেছেন।
এই বক্তব্য দেয়ার পর ইয়ালোন সাবেক ও বর্তমান মন্ত্রীদের মাধ্যমে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন।
সূত্র : মিডল ইস্ট আই